প্রকাশিত: Thu, Jan 26, 2023 2:34 PM
আপডেট: Mon, Jan 26, 2026 5:45 AM

ডিসি সম্মেলনে প্রবাসী কল্যাণমন্ত্রী

অনেক এজেন্সি বেশি টাকা নেয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

আনিস তপন: ইমরান আহমেদ বলেছেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে যাওয়ার জন্য মানুষ যাতে দালালদের খপ্পরে না পড়ে, সে ব্যাপারে সচেতন থাকতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সাথে প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগের আলোচনা শেষে এসব বলেন ইমরান আহমেদ।  তিনি বলেন, নির্দিষ্ট টাকার বাইরে অনেক এজেন্সি বেশি টাকা নেয়। এটা বন্ধ করতে আইনী ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

মন্ত্রী বলেন, অনেকে পাসপোর্টে ভুল তথ্য দেন। এ কারণে পরবর্তীতে বিদেশে গিয়ে সমস্যায় পড়েন। এটার দিকে বিশেষ নজর দিতে হবে ডিসিদের। ইমরান আহমেদ বলেন, মালয়েশিয়ায় যেতে এখন আড়াই লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা লেগে যায়, এটা অনেক বেশি। শিগগিরই মালয়েশিয়ান প্রবাসী মন্ত্রী আসবেন বাংলাদেশে। এই টাকা কমানোর জন্য তার সঙ্গে আলোচনা হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব